এক.
সকল মানুষ-একই পরিবারের।
মানুষের পরিবার এক,
স্বভাব এক।
একজন বেদনাদীর্ণ হলে তাই
নিরব থাকতে পারে না অন্যে।
তোমার কষ্ট যদি স্পর্শ করতে না পারে আমাকে
তোমার দুঃখে আমি যদি না ধরি তোমার হাত
তবে আমি মানুষ থাকি কী করে?
দুই.
আঁটসাঁট জুতা না পরে হাঁটো, খালি পায়ে
যদি রঙিন পৃথিবীর গৃহবিবাদ অবসন্ন করে দেয় মন
বেরিয়ে পড়ো,
এর চেয়ে সফর ভাল।
ভাবো,
ক’টা নিঃশ্বাস নিয়েছো জীবনে
ক'টাই বা বাকী আর?
অথচ মৃত্যু এখন সন্নিকটে
এমন রঙিন জীবন
থেকে যাবে পেছনে
তুমি চলে যাবে মৃত্যুর সাথে।
তিন.
হয়তো তোমার অনেক ক্ষমতা
উল্লাসের কী আছে তাতে?
চাটুকারি করে জমানো বিত্তের চেয়ে
ঢের ভাল গায়ে খেটে খাবার জোটানো।
চার.
মাকাল ফল সবাই চেনে
অত্যাচারীর দয়াও অমন।
প্রিয়ার সান্নিধ্যে এলে
শুকায় তার দেয়া আঘাত।
মিশ্রির মিষ্টিও পানসে হয়
নম্রতা উদরতা আর ভদ্রতার অভাবে।
মুর্খের বোকামী তুমি
ক্ষমা করে দাও।
কিন্তু সময়-সুযোগে-
শত্রুর দৌড় পরখ করে নাও।
রাসুল-বন্দনা
মুহাম্মদের সৌন্দর্যের সামনে
নিষ্প্রভ চাঁদ
মুহাম্মদের সৌষ্ঠবের সঙ্গে
তুলনীয় নয় সুউচ্চ দেবদারুও
সুউচ্চ আকাশের মহিমা
ম্লান তার মর্যাদার সামনে
সাদী! যদি তুমি হতে চাও যৌবনদীপ্ত প্রেমিক-
মুহাম্মদ এবং তাঁর পরিবারবর্গের শ্রেষ্ঠত্বই হবে
তোমার জন্য যথেষ্ট ও অধিক।
সকল মানুষ-একই পরিবারের।
মানুষের পরিবার এক,
স্বভাব এক।
একজন বেদনাদীর্ণ হলে তাই
নিরব থাকতে পারে না অন্যে।
তোমার কষ্ট যদি স্পর্শ করতে না পারে আমাকে
তোমার দুঃখে আমি যদি না ধরি তোমার হাত
তবে আমি মানুষ থাকি কী করে?
দুই.
আঁটসাঁট জুতা না পরে হাঁটো, খালি পায়ে
যদি রঙিন পৃথিবীর গৃহবিবাদ অবসন্ন করে দেয় মন
বেরিয়ে পড়ো,
এর চেয়ে সফর ভাল।
ভাবো,
ক’টা নিঃশ্বাস নিয়েছো জীবনে
ক'টাই বা বাকী আর?
অথচ মৃত্যু এখন সন্নিকটে
এমন রঙিন জীবন
থেকে যাবে পেছনে
তুমি চলে যাবে মৃত্যুর সাথে।
তিন.
হয়তো তোমার অনেক ক্ষমতা
উল্লাসের কী আছে তাতে?
চাটুকারি করে জমানো বিত্তের চেয়ে
ঢের ভাল গায়ে খেটে খাবার জোটানো।
চার.
মাকাল ফল সবাই চেনে
অত্যাচারীর দয়াও অমন।
প্রিয়ার সান্নিধ্যে এলে
শুকায় তার দেয়া আঘাত।
মিশ্রির মিষ্টিও পানসে হয়
নম্রতা উদরতা আর ভদ্রতার অভাবে।
মুর্খের বোকামী তুমি
ক্ষমা করে দাও।
কিন্তু সময়-সুযোগে-
শত্রুর দৌড় পরখ করে নাও।
রাসুল-বন্দনা
মুহাম্মদের সৌন্দর্যের সামনে
নিষ্প্রভ চাঁদ
মুহাম্মদের সৌষ্ঠবের সঙ্গে
তুলনীয় নয় সুউচ্চ দেবদারুও
সুউচ্চ আকাশের মহিমা
ম্লান তার মর্যাদার সামনে
সাদী! যদি তুমি হতে চাও যৌবনদীপ্ত প্রেমিক-
মুহাম্মদ এবং তাঁর পরিবারবর্গের শ্রেষ্ঠত্বই হবে
তোমার জন্য যথেষ্ট ও অধিক।
‘গুলিস্তাঁ’ থেকে শেখ সাদীর কবিতার অনুবাদ
0 মন্তব্য(সমূহ):
Post a Comment