Search This Blog

March 29, 2012

March 28, 2012

50 First Dates (2004)

 

Trusted Free Bitcoin Earning site for more then 10 years.


IMDB: 6.8

Tomatoes: 44%

Release date: 2004

Stars: Adam Sandler, Drew Barrymore and Rob Schneider

Synopsis: Re-teaming Adam Sandler with Drew Barrymore, his co-star from The Wedding Singer, as well as Peter Segal, his director on Anger Management, Fifty First Dates finds the funnyman playing veterinarian Henry Roth. More than content with a life of one-night-stands, Henry decides to give up his noncommittal lifestyle when he meets and falls for Lucy (Barrymore). However, when he discovers that Lucy has no short term memory, Henry finds himself having to win her heart again with every new day. Sean Astin and Rob Schneider also star.

  Watch


Read More

The Aviator (2004)



Trusted Free Bitcoin Earning site for more then 10 years.


IMDB: 7.5

Tomatoes: 87%

Release date: 2004

Stars: Leonardo DiCaprio, Cate Blanchett and Kate Beckinsale

Synopsis: Martin Scorsese directed this fast-moving, epic-scale biopic documenting the life and loves one of the most colorful Americans of the 20th century, Howard Hughes. The Aviator follows Hughes (played by Leonardo DiCaprio) as the twentysomething millionaire, having already made a fortune improving the design of oil-drilling bits, comes to Hollywood with an interest in getting into the picture business. It doesn't take long for Hughes, with his passion for airplanes, to jump from producer to director of his first major film project, a World War I air epic called Hell's Angels, which took three years to complete thanks to the shift from silent to sound filming and Hughes' relentless perfectionism. However, the film was a massive hit, and the eccentric inventor became a mogul in Hollywood, making Jean Harlow (Gwen Stefani) a star and enjoying a romance with Katharine Hepburn (Cate Blanchett). But Hollywood's old-boy network never fully accepted Hughes, and in time his passion for flying began to reclaim his attentions as he began designing new planes, setting air speed records, flying around the world, and risking his life testing aircraft. Hughes also found time to romance Ava Gardner (Kate Beckinsale) and founded his own airline, Trans-World Airlines, though as his ideas became bolder, his approach became more eccentric, and he gained many powerful enemies, including the head of Pan-American Airlines, Juan Trippe (Alec Baldwin), and Senator Ralph Owen Brewster (Alan Alda), who attempted to prove that Hughes' radical design ideas were actually part of an effort to bilk taxpayers for millions of dollars through government contracts. The Aviator's star-studded cast also includes John C. Reilly, Jude Law, Willem Dafoe, Ian Holm, and Frances Conroy.

Watch
Read More

March 27, 2012

নবীদের কাহিনী (সকল খণ্ড একত্রে)




পূর্ববর্তী নবীগণ এবং তাদের জনপদের লোকদের ঘটনায় অনেক উপদেশ ও শিক্ষা রয়েছে। প্রত্যেক মুসলমানের উচিত এ সমস্ত ঘটনা গভীরভাবে চিন্তা করা এবং দৈনন্দিন জীবনে এ থেকে উপকৃত হওয়া। আল্লাহ তাআলা আমাদের কাছে পূর্ববর্তী নবী-রাসূলদের ও অন্যান্য লোকের অনেক ঘটনা বর্ণনা করেছেন। উদ্দেশ্যে একটাই যাতে পরবর্তীগণ পূর্ববর্তীদের থেকে উপকৃত হয়। উপদেশ গ্রহণ করে ও শিক্ষা অর্জন করে। আল্লাহ তাআলা বলেন : 'তাদের কাহিনীতে বুদ্ধিমানদের জন্য রয়েছে শিক্ষণীয় বিষয়, এটা কোন মনগড়া কথা নয়, কিন্তু যারা বিশ্বাস স্থাপন করে তাদের জন্যে পূর্বেকার কালামের সমর্থন।' [সূরা ইউসুফ : ১১১]

ঘটনা মূলক বর্ণনা পদ্ধতি মূল বিষয় বস্তু আত্মস্থ করতে শ্রোতা ও পাঠকগণকে খুব দ্রুত আকৃষ্ট করে। মানুষের বিচার-বুদ্ধি, প্রকৃতি ও স্বভাবের উপর এর সফল প্রভাব পরে। ফলে সহজেই ঘটনা হতে শিক্ষা গ্রহণ করা যায় এবং তার উপর আমল করা যায়। এ জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অনেক সময় সাহাবায়ে কেরামদের জন্য ঘটনা মূলক উদাহরণ পেশ করতেন।
বইটিতে কুরআনের বিভিন্ন স্থানে বর্ণিত ঘটনা ও বক্তব্য সমূহ একত্রিত করে কাহিনীরূপ প্রদান করা হয়েছে। সেই সাথে বিশ্বস্ত তাফসীর,হাদীস ও ইতিহাস গ্রন্থ
 সমূহ থেকেও উদ্ধৃত করা হয়েছে। নবীদের কাহিনীর নামে প্রচলিত কেচ্ছা-কাহিনী ও ইসরাইলী উপকথা সমূহ হতে বিরত থেকে সহীহ বর্ণণাসমূহ দ্বারা বইটি সমৃদ্ধ হয়েছে।
কুরআনে ২৫ জন নবীর নাম বর্ণণা করা হয়েছে: আদম,নূহ,ইদরীস,হূদ,ছালেহ,ইবরাহীম,লূত,ইসমাঈল,ইসহাক,ইয়াকূব,ইউসুফ,আইয়ূব,শুআয়েব,মূসা,হারূণ,ইউনুস,দাঊদ,সুলায়মান,ইলিয়াস,আল-ইয়াসা,যুল-কিফ্ল,যাকারিয়া,ইয়াহ্ইয়া, ঈসা (আ) ও মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।


আল্লাহ যার কল্যাণ চান, তাকে দ্বীনের জ্ঞান দান করেন (বুখারী)
মানব জাতির শেষ্ঠ মানুষ নবীদের জীবনী পাঠ করি, আল্লাহ আমাদের এই সকল কাহিনী ও ঘটনা থেকে উপকৃত হওয়ার তাওফিক দান করুন, আমিন।


লেখকঃ ড আসাদুল্লাহ আল গালিব
অধ্যাপক, আরবি বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়
Read More

পীর-ফাকীর ও ক্ববর পূজা কেন হারাম

বর্তমান বিশ্বে মুসলিম সমাজ আজ যে কষ্ট ও মুসীবাতে জর্জরিত তার প্রধান কারণ হলো, তাদের মাঝে প্রকাশ্য শিরক ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। মুসলিমরা যে আজ ফিতনাহ, ফাসাদ, যুদ্ধ-বিগ্রহ, ভূমিকম্প, ঘূর্ণিঝড়, জ্বলোচ্ছাসের মত প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হচ্ছে , তা আল্লাহ্‌ তায়ালাই মুসলিমদের উপর গযব হিসেবে নাযিল করছেন। তার কারণ হচ্ছে, তারা তাওহীদ বিমুখ হয়ে জঘন্য শিরকি কর্মকাণ্ডে ডুবে রয়েছে। অধিকাংশ মুসলিম দেশের সর্বত্র যে শিরকি কর্মকাণ্ড চলছে পীরপূজা, ফাকীর পূজা, ক্ববর পূজা ও সৃষ্টিপূজা হচ্ছে তার প্রধানতম। এগুলো সম্পর্কে সর্বসাধারণের ব্যাপক ও সঠিক ধারণা না থাকার কারণে এসব কর্মকাণ্ড দিন দিন বৃদ্ধি পাচ্ছে। পীরবাদ মোটেই ইসলাম সম্মত নয়। ইসলামের আলোকজ্জ্বল পরিবেশে এর জন্ম হয়নি। তার উন্মেষই হয়েছে ইসলামের পতনের যুগে। পীরবাদীদের কেউ কেউ ইলমে তাসাউফের মাধ্যমে জনগণকে দ্বীন-ইসলামের দিকে নিয়ে আসতে চেষ্টা করেছেন; কিন্তু পীরবাদে যে মূ ল দোষ-ত্রুটি ছিল, তার বীজ রয়েই গেছে এবং তা সৃষ্টি করে রেখেছে একটি বিষবৃক্ষ। বর্তমানে তা-ই এক বিরাট বৃক্ষে পরিণত হয়ে জনগণকে চরমভাবে বিভ্রান্ত করছে, বিষাক্ত করছে জনগণের আক্বীদাহ ও আমলকে।

ব্যক্তি ও সৃষ্টি পূজাকে উৎখাত করে আল্লাহ্‌র একত্ববাদ প্রতিষ্ঠার জন্যই ইসলামের আবির্ভাব হয়েছিল। কিন্তু ইসলামের অনুসারী মুসলিমরা আজ সেসব পরিত্যাজ্য বিষয়গুলোকে সাওয়াবের কাজ মনে করে আমল করে যাচ্ছে, এর চেয়ে আর দুর্ভাগ্যের কী আছে? তাই ঈমান বিধ্বংসী ও সমাজ বিপর্যয়ের কারণ এসব শিরকী কর্মকাণ্ডের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টি ও হানাহানী পরিহার করে শান্তিপূর্ণ পন্থায় সমাজ থেকে উচ্ছেদের লক্ষ্যে জোর প্রচেষ্টা চালানোর গুরুত্ব ও প্রইয়োজনীয়তা তীব্রভাবে অনুভব করে 
পীর ফাকীর ও ক্ববর পূজা কেন হারাম নামক পুস্তক প্রকাশের প্রয়াস পেয়েছি।

বিনীত 
মুহাম্মদ আইয়ূব

Read More

March 23, 2012

Broken Tower (2011)



Trusted Free Bitcoin Earning site for more then 10 years.


IMDB: 5.7

Tomatose: No Score Yet...

Release date: 2011

Stars: James Franco, Michael Shannon and Stacey Miller

Synopsis: James Franco writes, directs, produces, and stars in this biopic based on the life of celebrated American poet Hart Crane, and based on the book by author Paul Mariani. A man who used the English language like an artist uses a brush, Crane traveled the world in search of inspiration. But his passion burned too bright, setting the stage for a tragedy that would rob the poetry world of a vital and brilliant voice. Michael Shannon and Stacey Miller co-star.

Read More

Gone Baby Gone (2007)

 



IMDB: 7.8

Tomatoes: 94%

Release date: 2007

Stars: Morgan Freeman, Ed Harris and Casey Affleck

Synopsis: Ben Affleck's adaptation of Dennis Lehane's novel Gone, Baby, Gone stars Casey Affleck as Patrick Kenzie, a private investigator from working-class Boston who takes on a case involving a kidnapped girl. The girl's aunt begs Patrick to take the case because he has connections to criminal Boston that the police do not. He agrees and along with his partner, Angie Gennaro (Michelle Monaghan), they uncover a web of corruption that threatens the relationship between the two. Ed Harris and Morgan Freeman co-star as members of the Boston Police Department.
 
Watch

or


Read More

Some Like It Hot (1959)





IMDB: 8.4

Tomatoes: 98%

Release date: 1959

Stars: Marilyn Monroe, Tony Curtis and Jack Lemmon
Synopsis: The launching pad for Billy Wilder's comedy classic was a rusty old German farce, Fanfares of Love, whose two main characters were male musicians so desperate to get a job that they disguise themselves as women and play with an all-girl band in gangster-dominated 1929 Chicago. In this version, musicians Joe (Tony Curtis) and Jerry (Jack Lemmon) lose their jobs when a speakeasy owned by mob boss Spats Columbo (George Raft) is raided by prohibition agent Mulligan (Pat O'Brien). Several weeks later, on February 14th, Joe and Jerry get a job perfroming in Urbana and end up witnessing a gangland massacre in a parking garage. Fearing that they will be next on the mobsters' hit lists, Joe devises an ingenious plan for disguising their identities. Soon they are all dolled up and performing as Josephine and Daphne in Sweet Sue's all-girl orchestra. En route to Florida by train with Sweet Sue's band, the boys (girls?) make the acquaintance of Sue's lead singer Sugar Kane (Marilyn Monroe, in what may be her best performance). Joe and Jerry immediately fall in love, though of course their new feminine identities prevent them from acting on their desires. Still, they are determined to woo her, and they enact an elaborate series of gender-bending ruses complicated by the fact that flirtatious millionaire Osgood Fielding (Joe E. Brown) has fallen in love with "Daphne." The plot gets even thicker when Spats Columbo and his boys show up in Florida. Nominated for several Oscars, Some Like It Hot ended up the biggest moneymaking comedy up to 1959. Full of hilarious set pieces and movie in-jokes, it has not tarnished with time and in fact seems to get better with each passing year, as its cross-dressing humor keeps it only more and more up-to-date.

Watch
                        

Earn Money by Sharing your Unused Internet.

Read More

Amadeus (1984)



IMDB: 8.4


Tomatoes: 96%

Release date: 1984

Stars: F. Murray Abraham, Tom Hulce and Elizabeth Berridge

Synopsis: For this film adaptation of Peter Shaffer's Broadway hit, director Milos Forman returned to the city of Prague that he'd left behind during the Czech political crises of 1968, bringing along his usual cinematographer and fellow Czech expatriate, Miroslav Ondrícek. Amadeus is an expansion of a Viennese "urban legend" concerning the death of 18th century musical genius Wolfgang Amadeus Mozart. From the vantage point of an insane asylum, aging royal composer Salieri (F. Murray Abraham) recalls the events of three decades earlier, when the young Mozart (Tom Hulce) first gained favor in the court of Austrian emperor Joseph II (Jeffrey Jones). Salieri was incensed that God would bless so vulgar and obnoxious a young snipe as Mozart with divine genius. Why was Salieri -- so disciplined, so devoted to his art, and so willing to toady to his superiors -- not touched by God? Unable to match Mozart's talent, Salieri uses his influence in court to sabotage the young upstart's career. Disguising himself as a mysterious benefactor, Salieri commissions the backbreaking Requiem, which eventually costs Mozart his health, wealth, and life. Among the film's many pearls of dialogue, the best line goes to the emperor, who rejects a Mozart composition on the grounds that it has "too many notes." Amadeus won eight Academy Awards, including Best Picture, Best Director, Best Adapted Screenplay, and Best Actor for F. Murray Abraham. In 2002, the film received a theatrical re-release as "Amadeus: The Director's Cut," a version that includes 20 minutes of additional footage.

Read More

March 22, 2012

The Bridge on the River Kwai (1957)





IMDB: 8.4

Tomatoes: 96%

Release date: 1957

Stars: William Holden, Alec Guinness and Jack Hawkins

Synopsis: The Bridge on the River Kwai opens in a Japanese prisoner-of-war camp in Burma in 1943, where a battle of wills rages between camp commander Colonel Saito (Sessue Hayakawa) and newly arrived British colonel Nicholson (Alec Guinness). Saito insists that Nicholson order his men to build a bridge over the river Kwai, which will be used to transport Japanese munitions. Nicholson refuses, despite all the various "persuasive" devices at Saito's disposal. Finally, Nicholson agrees, not so much to cooperate with his captor as to provide a morale-boosting project for the military engineers under his command. The colonel will prove that, by building a better bridge than Saito's men could build, the British soldier is a superior being even when under the thumb of the enemy. As the bridge goes up, Nicholson becomes obsessed with completing it to perfection, eventually losing sight of the fact that it will benefit the Japanese. Meanwhile, American POW Shears (William Holden), having escaped from the camp, agrees to save himself from a court martial by leading a group of British soldiers back to the camp to destroy Nicholson's bridge. Upon his return, Shears realizes that Nicholson's mania to complete his project has driven him mad. Filmed in Ceylon, Bridge on the River Kwai won seven Academy Awards, including Best Picture, Best Director for the legendary British filmmaker David Lean, and Best Actor for Guinness. It also won Best Screenplay for Pierre Boulle, the author of the novel on which the film was based, even though the actual writers were blacklisted writers Carl Foreman and Michael Wilson, who were given their Oscars under the table.

Watch

Read More

Haywire (2011)




IMDB:  6.4

Tomatoes: 80%

Release date: 2011

Stars: Gina Carano, Ewan McGregor and Michael Fassbender

Synopsis: This dynamic action-thriller directed by Steven Soderbergh boasts a talented cast that includes Channing Tatum, Ewan McGregor, Michael Fassbender, Antonio Banderas, Bill Paxton, Michael Douglas, Michael Angarano; and introduces MMA superstar Gina Carano as Mallory Kane, in a demanding lead role that has her performing her own high-adrenaline stunts. Mallory Kane is a highly trained operative who works for a government security contractor in the dirtiest, most dangerous corners of the world. After successfully freeing a Chinese journalist held hostage, she is double crossed and left for dead by someone close to her in her own agency. Suddenly the target of skilled assassins who know her every move, Mallory must find the truth in order to stay alive. -- (C) Relativity Media

Watch  
 

Read More

March 21, 2012

Srinivasa Aiyangar Ramanujan - a genius mathematician



আরেকবার পৃথিবীতে আসো হে রামানুজান
তোমাকে আমাদের খুব দরকার।
তোমার ৩৩ বছরের অভাবী জীবনে তুমি দিয়ে গিয়েছিলে
৩৮৮৪টি থেওরেম।
স্বশিক্ষিত ছিলে তুমি,
আর তা হবে নাই বা কেন!
তোমার গুরু হবেন এমন কেউ কি আজ অবধি পয়দা হয়েছেন?
হাসছ কেন রামানুজান?
ভেবেছ আমার দাবি ছেড়ে দিব আমি?
জঞ্জালে ভরা এই পৃথিবীর আজ দরকার তোমার মতন শুদ্ধ মগজ।
ভয় নেই, আমরা জানি তুমি পাক্কা নিরামিষভোজী,
তোমাকে পর্জাপ্ত পরিমান শাক-সব্জি দিব
থাকার জন্য ঘর দিব, সুনসান নীরবতা দিব।
কি বললে? আরে না!
ডরাও কেন? জনকী আম্মাল তোমার সঙ্গেই রবে।
স্রস্টার এত কাছে থাকো, তাও আবার মন্দির চাই?
আচ্ছা যাও - তাও দেব,
মন্দিরের খুব কাছাকাছি যাতে তোমার ঘরদেয়া হয়
আমি বার বার করে বলে দিব।
এবার বলো, আসছ তবে কবে?
দিন, ক্ষণ, বার,
একি! হাসছ আবার বড়?
সিরিয়াসলি বলছি, তোমাকে চাই আমাদের।
খুব বড় বড় হিসাব করতে হবে,
অনেক বড়, বড়র চেয়েও বড়।
কে কত ঘুষ নিল জানাতে হবে।
কত টাকা বিদেশ পাচার হলো?
কত টাকার মাছে কতটুকু ফরমালিন মেশালেকত লাভ হয়?
একটা জীবন কয়টা জীবন কে কলুষিত করতে পারে?
কত মেট্রিক টন খাবার মজুদ করলে কত টাকা ব্যাংকে জমে?
লাশ ফেলতে কয় পয়সা লাগে?
ক্ষমতার মূল্য কত?
টাকার মূল্য কত?
লোভের মূল্য কত?
সবার দুবেলা খাবার এর জন্য কোন জমিতেধান বুনতে হবে?
সবার বাসস্থানের জন্য কতটুকু জমি লাগবে?
সবার চিকিৎসার জন্য কয়টা ডাক্তার, হাসপাতাল, কত টাকার যন্ত্র লাগবে?
কাঁদছ কেন রামানুজান?
চলে যেওনা প্লিজ,
হেরে গেলে তো চলবে না আমাদের
বিশ্বাস করো আমরা ঘুরে দাড়াবো
প্রবল বেগে, দৃঢ়তার সাথে
সব রসদ আছে আমাদের
এখন দরকার শুধু কয়েকটা মগজ -
তোমার মগজের মত শুদ্ধ, দয়ালু মগজ। 
Dedicated to  Srinivasa Aiyangar Ramanujan
Read More
© Rana. Powered by Blogger.
Disclaimer: This blog site does not store any files on its server. All contents are provided by non-affiliated third parties.This does not violate any of the rules Therefore, you're free to watch the site. It is completely safe for viewing media online. In turn, users could be directed to third-party services to watch streaming videos since the blog doesn't contain the content it hosts itself. We are all aware that regional and country-specific laws on piracy differ, therefore it is always best to stay vigilant. All MOVIE POSTER Image Credit Should Go To IMDB.COM & Other Sites available on the Internet.

Popular Posts

Powered by DaysPedia.com
Current Time in Dhaka
1350
Wed, April 6
05:45am 12:30 18:15pm
coinpayu